অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুকান্ত অধিকারী শিশিরসহ চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল এবং সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের গেট থেকে এক কৃষক পরিবারের চার সদস্যকে অপহরণ এবং মুক্তিপণের দাবিতে নির্যাতনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মহম্মদপুর উপজেলার চর পাচুড়িয়া গ্রামের কৃষক বাদশা মোল্যা, তার দুই ছেলে ইমামুল ও আজিজুল এবং তাদের চাচাতো ভাই হায়দারের ওপর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হামলা চালায় অভিযুক্তরা। পরে তাদের গাড়িতে করে শহরের দোয়ারপাড় এলাকায় নিয়ে মুক্তিপণ আদায়ের জন্যে নির্যাতন চালানো হয়। এ ঘটনায় ছয়জনকে আসামি করে পরে থানায় মামলা হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর শনিবার মাগুরা জেলা ছাত্রলীগ জরুরি সভায় বসে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান