রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে অপহরণের দীর্ঘ সাত মাস স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা কর্মকর্তা মুহাম্মদ ইকবাল মাহমুদ লক্ষ্মীপুরের বাসায় ফিরেছেন।
৩১ মে বুধবার রাত সোয়া ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার নতুন গরুহাটা এলাকায় একটি মাইক্রোবাস থেকে ইকবাল মাহমুদকে কে বা কারা নামিয়ে দেয়। পরে তিনি বাসায় যান।
১ জুন বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলার পুলিশ কন্ট্রোল রুম থেকে কনস্টেবল সুব্রত এ তথ্য নিশ্চিত করেন। ২০১৬ সালের ১৫ অক্টোবর নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে রাত তিনটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ডা. ইকবাল মাহমুদ অপহৃত হন। ওইদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এনেসথেসিয়ার ওপর প্রশিক্ষণের জন্য তিনি ঢাকায় আসছিলেন। গাড়ি থেকে সাইন্স ল্যাবরেটরি মোড়ে নামার পর একটি সাদা মাইক্রোবাসে করে তাকে অজ্ঞাত লোকজন তুলে নিয়ে যায় বলে পরিবার অভিযোগ করেছিল।
এ ঘটনায় পরের দিন থানায় জিডি করেন তার বাবা বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আলম।
ছেলের সন্ধান না পেয়ে পরে ঢাকায় এসে সংবাদ সম্মলনও করেন তিনি।
ইকবাল মাহমুদ ২৮তম বিসিএস পাস করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কাজ শুরু করেন। সেখান থেকে তিনি কুমিল্লা মেডিকেল কলেজে বদলি হন। গত বছরের ১০ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অবেদনবিদ্যায় (অ্যানেসথেশিয়া) দুই মাসের প্রশিক্ষণ নিতে ঢাকায় আসেন। তাঁর স্ত্রীও পেশায় চিকিৎসক।
আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭