মৌলভীবাজারের বড়হাটে জঙ্গি আস্তানায় পরিচালিত অপারেশন ম্যাক্সিমাস শনিবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে আপাতত তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’র (সিটিটিসি) প্রধান মো. মনিরুল ইসলাম।
শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেছেন, ‘বৈরী আবহাওয়ার কারণে অপারেশন ম্যাক্সিমাস শনিবার সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। সকালেই ফের অভিযান শুরু করবো। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’
শুক্রবার সকালে পৌরশহরের বড়হাটের এই জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে ঢাকা থেকে আসা সোয়াট সদস্যরা। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন ম্যক্সিমাস। দিনভর অভিয়ান চালানো হলেও ভবনটি দখলে নিতে পারেননি তারা। ভবনে অনেকগুলো কক্ষ রয়েছে। মনিরুল ইসলাম জানিয়েছেন, আস্তানার ভেতরে প্রচুর পরিমাণ বিস্ফোরক এবং একজন বিস্ফোরক এক্সপার্ট রয়েছেন বলে তারা ধারনা করছেন।
শুক্রবার দিনভর সেখানে দফায় দফায় প্রচণ্ড গোলাগুলি ও ৪-৫টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুপুর ১২টা ৫০ মিনিটে বিকট শব্দে দু’টি বিস্ফোরণের কয়েক মিনিট পরই কয়ছর আহমদ (৩০) নামের এক পুলিশ সদস্যকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে দেখা গেছে। তিনি মৌলভীবাজার জেলা পুলিশের কনস্টেবল।