আনন্ন রমজানের ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব-অপুর ‘পাঙ্কু জামাই’ ।অন্যদিকে অপুকে টেক্কা দিতে আসছে শাকিব-বুবলীর ‘চিটাগাইংগ্যা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’।
দুটি ছবির নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে তারা তাদের ছবি দুটি ঈদে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত।
‘পাঙ্কু জামাই’ অনেক আগেই মুক্তি পাওয়ার কথা থাকলেও শাকিব অপুর সম্পর্কের জটিলতা থাকায় সম্ভব হয়নি বলে জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠান।তাই আসন্ন রমজানের ঈদেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
গত বছর অপু তার শুটিং আর শাকিব ডাবিং শেষ করে দেওয়ার পর ছবিটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়ে যায়। এরপর তারা গত পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে ছবিটি মুক্তি দিতে চেয়েছিল।
কিন্তু তখন ‘একটি সিনেমার গল্প’ ও ‘বিজলী’ ছবি দুটির মুক্তি পূর্ব থেকে প্রস্তুত থাকায় এবং সিনেমা হল স্বল্পতার কারণে ‘পাঙ্কু জামাই’ আর মুক্তি দেওয়া হয়নি। এরপর এ ছবির প্রযোজক কোনো একটি উৎসবের দিনে ছবিটি মুক্তি দেওয়ার জন্য আবার অপেক্ষা করছিলেন।
আরজেড/