বিভিন্ন অভিযোগ এনে স্ত্রী অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠিয়েছেন স্বামী শাকিব খান। এমন ঘটনায় অন্যদের মতো মর্মাহত হয়েছেন অনন্ত জলিল-পত্মী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাও। মঙ্গলবার রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে সেই কথাই শেয়ার করেছেন নায়িকা। তিনি চান, শাকিব-অপুর সংসার যেন টিকে থাকে। এ ব্যাপারে তিনি বেশকিছু পরামর্শও দিয়েছেন।
স্ট্যাটাসে বর্ষা লিখেছেন,শাকিব-অপুর সংসার ভেঙে যাওয়ায় আমি মর্মাহত। কারণ, অনেকগুলো সফল সিনেমার জুটি তারা। ভেবেছিলাম তাদের নিজেদের মাঝে যেটুকুই মনোমালিন্য হয়েছিল, তা নিজেরাই মিটিয়ে সুখের সংসার করবে। কিন্তু না, তা হলো না।
তিনি আরো লিখেছেন, শাকিব খান হঠাৎ অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠিয়ে তাদের ৯ বছরের সংসারকে ভেঙে দিলো। এতদিনের ভালোবাসার সম্পর্ককে এত সহজেই ছিন্ন করে দিলো, যা আসলেই মেনে নেয়া কষ্টকর। বিশেষ করে খারাপ লাগছে অপু বিশ্বাসের জন্য। কারণ, অপু নিজের পরিবার ও ধর্মকে দূরে ঠেলে শাকিবের কাছে এসেছিল। শাকিবের ওপর ভরসা রেখেই সব ছেড়ে সংসার করেছিল। কিন্তু তালাকনামা পাঠিয়ে সবকিছু সে নিমেষেই শেষ করে দিলো।
শাকিব-অপুকে পরামর্শ দিয়ে অনন্ত-পত্মী লিখেন, আমাদের একটা কথা মাথায় রাখা উচিত, আমরা যারা সেলিব্রেটি আছি, সাধারণ মানুষ তাদেরকে আদর্শ মনে করেন। আর সেই আদর্শের বিপরীতে আমরা যদি কিছু দিন পর পর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেই, তাহলে ভক্তরা কী শিখবে? কী ফলো করবে। আমাদের মতো সেলিব্রেটিদের উচিত একটু শাবানা ম্যাম, শাবনাজ-নাঈম, রাজ্জাক আঙ্কেলের দাম্পত্য জীবন অনুসরণ করা। কারণ, তারা একেকজন কিংবদন্তি হয়েও সুখের সংসার করে গেছেন।
শেষ দিকে বর্ষা লিখেছেন,আমি আশা করি সাকিব-অপু তাদের পুরনো দিনের স্মৃতিগুলো স্মরণ করে, সব কিছু ভুলে গিয়ে, ছোট্ট সন্তান জয়ের কথা চিন্তা করে, তার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে, নতুন করে সুখের সংসার শুরু করবে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর আইনজীবী শেখ সিরাজুল ইসলামের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কার্যালয়, অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় স্ত্রী অপুকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। তবে গত সোমবার বিকালে বিষয়টি প্রকাশ্যে আসে। আইন মতে, নোটিশ পাঠানোর তারিখ থেকে তিন মাস পরে এই তালাক কার্যকর হবে।
আজকের বাজার:এলকে/এলকে ৬ ডিসেম্বর ২০১৭