অবশেষে ডিভোর্স লেটার (চিঠি) হাতে পাওয়ার কথা স্বীকার করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে সিদ্ধান্ত পরিবার নিবে বলে জানিয়েছেন তিনি।
অপু বলেন, গতকালই (মঙ্গলবার) তালাকের কাগজ হাতে পেয়েছি। এখন আমার পরিবারের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।
বুধবার ০৬ ডিসেম্বর তিনি বিষয়টি সাংবাদিকদের জানান।
আগে সংবাদ সম্মেলনের কথা বললেও এই ইস্যুতে হুট করে কিছু জানাতে চাচ্ছেন না ‘কোটি টাকার কাবিন’ খ্যাত এই নায়িকা।
এদিকে গত ২২ নভেম্বর চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তালাকের কাগজ পাঠান তার স্বামী চিত্রনায়ক শাকিব খান। কিন্তু এই সংবাদ চাউর হয় ডিসেম্বরে এসে। তবে ডিভোর্স লেটার হাতে না পাওয়ার কথা জানান অপু।
তারকা দম্পতি শাকিব-অপুর বিয়ের বয়স নয় বছর। তাদের ঘরে রয়েছে এক বছরের ছেলে আব্রাম খান জয়। আর এই সন্তানকে অবহেলা ও মতের মিল না হওয়ার কারণ দেখিয়েই অপুকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন কিং খান।
তিন মাসের মধ্যে বিষয়টি সুরাহা না হলে নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে শাকিব-অপুর ডিভোর্স হয়ে যাবে।
আজকের বাজার: আরআর/ ০৬ ডিসেম্বর ২০১৭