বাংলাদেশের দ্রুত বর্ধনশীল স্মার্টফোনের বাজারকে গুরুত্ব দিচ্ছে অপো। গ্রাহকদের হাতে নতুন নতুন ফিচারসমৃদ্ধ স্মার্টফোন তুলে দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
শনিবার (৯ জুন) অপোর জনসংযোগ বিভাগের সহকারী ব্যবস্থাপক অভিষেক কুমার এ তথ্য জানান।
অভিষেক জানান, স্মার্টফোনে বাংলাদেশ, ভারতসহ বিশ্ববাজারে ভালো করছে চীনা প্রতিষ্ঠানটি। বাংলাদেশের বাজার ঘিরে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া শিগগিরই প্যারিসে অপোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো ফাইন্ড এক্স উন্মোচন করা হতে পারে। পরে তা বাংলাদেশের বাজারেও আসতে পারে।
তিনি আরও বলেন, স্মার্টফোনের বাজারে সেলফি এক্সপার্ট ফোনের ধারণা এনেছে অপো। সম্প্রতি উন্মুক্ত হয়েছে এফ৭ স্মার্টফোনটি। তরুণদের আকৃষ্ট করতে অপো চেষ্টা চালিয়ে যাবে।
আজকের বাজার/একেএ