বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ অনুসারে বাংলাদেশ ব্যাংক দেশের বিনিময় কার্যক্রমকে সচল রাখার উদ্দেশ্যে নোট ছাপানো, প্রচলন ও বিতরণ ব্যবস্থা নিয়ে কাজ করার পাশাপাশি অপ্রচলনযোগ্য ও বাতিলকৃত নোট ধ্বংসকরণের কাজ করে। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ ব্যাংকও পরিচ্ছন্ন নোট প্রচলন নীতি অনুসরণ করায় পূর্বের তুলনায় অধিক পরিমাণে ছেঁড়া-ফাটা, ময়লা ও পুরাতন নোট বাজার হতে তুলে নিতে হচ্ছে। এর ফলে নোট ধ্বংসের পরিমাণও পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। পরিবেশবান্ধব নোট ধ্বংসকরণ প্রক্রিয়া অনুসরণের লক্ষ্যে অপ্রচলনযোগ্য ও বাতিলকৃত নোট চুল্লিতে পুড়িয়ে ধ্বংসকরণ কার্যক্রম ক্রমান্বয়ে হ্রাস করে পরিবেশবান্ধব উন্নতমানের শ্রেডিং মেশিনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করে আবর্জনা হিসেবে সিটি কর্পোরেশনের মাধ্যমে অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।