বিনা প্রয়োজনে রোগীদের মেডিকেল টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি এম আবদুল হামিদ।
শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চিকিৎসক সমিতি (এপিবি) আয়োজিত ২৯তম বার্ষিক সাধারণ সভা এবং আন্তর্জাতিক সাইন্টিফিক সেমিনারে রাষ্ট্রপতি বলেন, অনেক রোগীর চিকিৎসা ব্যয় বহন করার সামর্থ্য নেই। অথচ এক শ্রেণীর চিকিৎসক বিনা প্রয়োজনে রোগীদের মেডিকেল টেস্ট করতে দেন। এতে চিকিৎসার নামে অনেক রোগী হয়রানির শিকার হয়।
চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, যথাযথ স্বাস্থ্যসেবা ও পেশার মান নিশ্চিত করতে ‘মেডিকেল এথিক্স কোড’ চিকিৎসক ও সংশ্লিষ্টদের মেনে চলতে হবে। চিকিৎসাসেবা দেয়ার সময় রোগীর সক্ষমতা বিবেচনায় রাখতে হবে।
তিনি আরও বলেন, কিছু কিছু ঘটনায় দেখা যাচ্ছে জনগণ চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার শিকার হচ্ছে।আপনাদের ভুল চিকিৎসার ব্যাপারে সতর্ক হতে হবে।
আজকের বাজার/আরজেড