নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির বাইরে থাকার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২৫ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ৫৩ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) জিয়াউর রহমান জানান, সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশের কয়েকটি দল। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে বাইরে অবস্থানকারী ২৫ জনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ সময় শতাধিক যানবাহনও জব্দ করা হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আক্তার জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে ৫৩ জনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে বাড়ির বাইরে অপ্রয়োজনে বের না হওয়ার জন্য সতর্ক করা হয়।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসনের এই তৎপরতা চলবে বলেও জানান তিনি। সূত্র – ইউএনবি।
আজকের বাজার / এ.এ