অফার খুঁজতে অফারএইজ ডটকম

বিভিন্ন অফার ও ডিসকাউন্ট এর খবর জানাতে যাত্রা শুরু করেছে অফারএইজ ডট কম (OfferAge.com)

দেশের জনপ্রিয় ব্র্যান্ড, রেঁস্তোরা, হোটেল, বিউটিশপ, বিনোদন কেন্দ্রগুলোর ডিসকাউন্টের খবর জানা যাবে এখান থেকে।

অফারএইজ এর কর্ণধার মো. ফাইজুল কবীর জানান, বর্তমানে ঢাকা ভিত্তিক প্রায় ২০০ এর বেশি ব্র্যান্ড এবং রেস্তোরার ডিসকাউন্টের খবর পাওয়া যাচ্ছে অফারএইজ ওয়েবসাইটে। পাশাপাশি কিছু ইন্টারন্যাশনাল কোম্পানীর সাথেও ইতোমধ্যে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

কীভাবে অফারগুলো পেতে পারেন জানিয়ে মো. ফাইজুল কবীর বলেন, অনলাইনে কেনাকাটার সময় গেট কোড বা গেট ডিল এ ক্লিক করে খুব সহজেই আপনার পছন্দের অফারটি পেতে পারেন।

তিনি জানান, অনলাইনে কেনাকাটা বা বন্ধুদের সাথে কোথাও খেতে যাওয়ার আগে এই ওয়েবসাইট ভিজিট করে খুব সহজেই জেনে নেয়া যাবে কোথায় কোন অফার চলছে।

অফলাইনে কেনাকাটার সময় প্রিন্ট কুপন এ ক্লিক করে কুপনটি প্রিন্ট করে বা কুপনটির ক্রিনশট নিয়ে কাউন্টারে দেখালেই ওয়েবসাইটে উল্লেখিত ডিসকাউন্ট পাওয়া যাবে।

এছাড়া, ওয়েবসাইট ভিজিট না করেও অফারএইজ এর ই-মেইল নিউজলেটার সাবক্রিপশনের মাধ্যমে প্রতিদিন নতুন নতুন অফার এবং ডিসকাউন্টের খবর পাওয়া যাবে।

এ প্ল্যাটফর্ম থেকে ক্রেতাদের পাশাপাশি উপকৃত হবেন বিক্রেতারাও। বিভিন্ন অফার প্রকাশের মাধ্যমে ব্যবসার প্রসারের পাশাপাশি বিক্রি বাড়ানোর সুযোগ থাকছে মার্চেন্টদের জন্য।

আজকের বাজার : এমএম / ২৬ অক্টোবর ২০১৭