পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হা-ওয়েল টেক্সটাইলের পরিচালনা পর্ষদ অফিস স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আলামিন আয়কন সেন্টারে ৩টি কার পার্কিং এলাকায় অফিস স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি শামসুল আলম রিয়েল এস্টেট লিমিটেড থেকে জমি কিনবে। আলামিন আয়কন সেন্টার প্লট-৫৭/৪, প্রগতি স্বরণি, কুড়িল বিশ্বরোডে অবস্থিত।
কমার্শিয়াল স্পেস নম্বর: এ-৭, ফ্লোর ৭তম, সাইজ: ৫ হাজার ৯০০ বর্গফুট। প্রতি বর্গফুটের মূল্য ১২ হাজার টাকা। মোট ৭ কোটি ৮ লাখ টাকা ব্যয় হবে।
তিনটি কার পার্কিং জায়গায় প্রতি পার্কিংয়ে ৭ লাখ টাকা ব্যয় হবে। মোট ২১ লাখ টাকা ব্যয় হবে।
ইউটিলিটি সংযোগ খরচ ২ লাখ ৫০ হাজার টাকা। এতে মোট খরচ হবে ৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা।
উল্লেখিত জায়গা কেনার জন্য প্রয়োজনীয় চুক্তিগুলো ২ সপ্তাহের মধ্যে কার্যকর হবে।
এমআর/ ২৮ ফেব্রুয়ারি ২০১৮