বাংলাদেশে টেকসই ও অবকাঠামো বিনিয়োগ বৃদ্ধি সহায়তায় বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পে অর্থায়নে ২৬০ মিলিয়ন মার্কিন ডলার বা ২৬ কোটি ডলার ঋণের জন্য সরকার আজ এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে চুক্তিতে সই করেছে।
১ নভেম্বর রোববার শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এ চুক্তি সই হয়।
বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিউল আজম এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন।
তৃতীয় সরকারি-বেসরকারি অবকাঠামো উন্নয়ন সুবিধা (পিপিআইডিএফ-৩) এর জন্য এই ঋণ দেওয়া হবে।
নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতাসহ অবকাঠামো বিনিয়োগ বাড়াতে চায় পিপিআইডিএফ-৩।
সংস্থার কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি বাজেট থেকে সরাসরি অর্থায়নের ওপর চাপ হ্রাসে পিপিপি প্রকল্পে বেসরকারি সেক্টরের বিনিয়োগ উদারীকরণে এটি সহায়ক হবে।
আজকের বাজার:এলকে/এলকে ১৯ নভেম্বর ২০১৭