ইংরেজি পত্রিকা ডেইলি অবজারভারের নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আনিস আহমেদ (৬৪) আর নেই। সোমবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টায় তিনি মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ নানা রোগে ভুগছিলেন।
তার পরিবার সূত্রে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদী হোমস লিমিটেড এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
আনিস আহমেদ বার্তা সংস্থা বাসস ও রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে আনিস আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
রাসেল/