গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল অ্যাভেঞ্জারস এন্ডগেম। ১৩ সপ্তাহ পর এক নতুন রেকর্ড গড়ে ফেলল এই সিনেমা। আয়ের দিক থেকে ডিজনির অবতারকে টপকে গেল অ্যাভেঞ্জারস এন্ডগেম।
অবতারের মোট আয় ছিল ১৯,২১০ কোটি টাকা। গতকাল এই আয়কে টপকে এখন সর্বোচ্চ আয়ের দিক থেকে প্রথম হয়ে গেল অ্যাভেঞ্জারস এন্ডগেম। এই সিনেমার প্রযোজক কেভিন ফিজ আনুষ্ঠানিক ভাবে এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, “সবাইকে ধন্যবাদ, আপনাদের জন্যই এই সিনেমা এমন সাফল্য পেয়েছে।’’
আজকের বাজার/লুৎফর রহমান