ইউক্রেনে রাশিয়ার হামলার জবাবে দেশটির প্রেসিডেন্ট ও শীর্ষ কূটনীতিকের বিরুদ্ধে পশ্চিমাদের আরোপিত অবরোধ তাদের অক্ষমতারই বহি:প্রকাশ।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জন নারী মুখপাত্র শুক্রবার এ কথা বলেন। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, সম্পর্কগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে না আসার পর্যায়ে চলে গেছে।
টেলিভিশনে এক বক্তৃতায় মারিয়া জাখরোভা বলেন, প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভের ওপর আমেরিকা ও তার ইউরোপীয় মিত্রদের অবরোধ আরোপের সিদ্ধান্ত পররাষ্ট্র নীতিতে পশ্চিমাদের সম্পূর্ণ অক্ষমতার বহি:প্রকাশ।
তিনি বলেন, পশ্চিমের সাথে রাশিয়ার সম্পর্ক বিপদজনক অবস্থার কাছাকাছি চলে গেছে।
মধ্যরাতের আগে রাশিয়ার চ্যানেল ওয়ানে প্রচারিত ওই বক্তব্যে মুখপাত্র আরো বলেন, এটি আমাদের পছন্দ ছিল না। আমরা আলোচনা চেয়েছি। কিন্তু অ্যাংলো স্যাক্সনসরা একের পর এক সে পথ বন্ধ করে দেয়ায় আমরা ভিন্ন পথ ধরেছি।