ইন্দোনেশিয়ার মাউন্ট কার্সটেঞ্জ অভিযান শেষে বেস ক্যাম্পে আটকে পড়া এভারেস্ট জয়ী বাংলাদেশি পর্বতারোহী মুসা ইব্রাহীমসহ ৩ জনকে উদ্ধার করা হয়েছে।
আজ ১৯ জুন সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টার দিকে হেলিকপ্টার পাঠিয়ে ওশেনিয়ার সর্বোচ্চ পর্বত থেকে তাদের উদ্ধার করা হয়। তারা সেখানে ৫ দিনের মতো আটকে ছিলেন। প্রতিকূল আবহাওয়ার জন্য উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হচ্ছিল না গেলো কদিন ধরে।
মাউন্ট কার্সটেঞ্জ অভিযানে তার সঙ্গে ছিলেন ভারতের এভারেস্টজয়ী দুই পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর।
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ তারিখ দেশে ফিরবেন বলে জানিয়েছেন মুসা ইব্রাহীম।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৯ জুন ২০১৭