দুই দফায় চিঠি পাওয়ার পর অবশেষে উপাচার্য ভবন ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। পাঁচ মাস পরে গতকাল রোববার বিকাল ৪টায় তিনি ভবনটি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসকে বুঝিয়ে দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে এস্টেট ম্যানেজার সুপ্রিয়া দাস বলেন, ‘রোববার বিকাল ৪টায় অধ্যাপক আরেফিন সিদ্দিক ভিসি ভবন আমাদের বুঝিয়ে দিয়েছেন।’
এরপর বরাদ্দ পাওয়া নতুন বাসা প্রভোস্ট কমপ্লেক্সের সপ্তম তলায় উঠেছেন তিনি।
রীতি অনুযায়ী নতুন উপাচার্য নিয়োগের পর সাবেক উপাচার্যকে ওই ভবন ছাড়তে হয়। কিন্তু অধ্যাপক আরেফিন সিদ্দিক বাসা না ছাড়ায় অন্য বাসায় থেকে কার্যক্রম পরিচালনা কষ্টকর হয়ে পড়েছিল নতুন উপাচার্যের।
আজকের বাজার:এসএস/৫ফেব্রুয়ারি ২০১৮