খোঁজ মিলেছে কেবিন ক্রু নাবিলার মেয়ে হিয়ার

নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলার বিএস-২১১ ফ্লাইটের কেবিন ক্রু নাবিলার নিখোঁজ মেয়ে হিয়ার খোঁজ পাওয়া গেছে। মেয়েটি তার খালার বাসায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে শিশুটিকে নিয়ে গৃহকর্মী পালিয়ে গেছেন বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার দাদি। পরে অভিযোগের প্রেক্ষিতে ওই গৃহকর্মীকে আটক করে পুলিশ। পরে জানা যায় শিশুটিকে তার খালা নিজ বাসায় নিয়ে গিয়েছেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন শিশুটির খোঁজ পাওয়ার খবর নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা ওই বাসার গৃহকর্মীকে আটক করি। কিন্তু শিশু হিয়াকে কেবিন ক্রু নাবিলার বোন নিয়ে গেছে বলে পরে নিশ্চিত হওয়া গেছে।

শিশুটিকে উদ্ধারের জন্য তার বোনের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। তবে খালার নাম ও ঠিকানা এখনই প্রকাশ করেননি ওসি।

আজকের বাজার/ আরজেড