অবশেষে রাস্তায় গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন সৌদি নারীরা। সৌদি বাদশাহ সালমান এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
দেশটির শীর্ষ ধর্মীয় নেতাদের কাউন্সিল এই পদক্ষেপকে সমর্থন দিয়েছে। পাশাপাশি সৌদি সরকারের নতুন এই উদ্যোগকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বিশ্বের একমাত্র দেশ সৌদি আরব যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই। সৌদি আরবের চরম রক্ষণশীল সমাজে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি দেয়ার দাবিতে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সোচ্চার। গাড়ি চালানোর অভিযোগে অনেক নারীকে কারাগারেও যেতে হয়েছে।
সৌদি প্রেস এজেন্সির খবরে জানানো হয়েছে রাজকীয় এই ডিক্রি মোতাবেক নারী ও পুরুষ উভয়ের জন্যই গাড়ির ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে। এ আদেশ ২০১৮ সালের জুন মাস থেকে তা কার্যকর হবে বলে প্রতিবেদনে জানা গেছে।
অনেক দিন ধরেই দেশটির মানবাধিকার ও নারী অধিকার বিষয়ক সংস্থাগুলো নারীদের গাড়ি চালানোর অনুমতির ব্যাপারে আন্দোলন করে আসছিল। তবে গত সপ্তাহে এক ধর্মীয় নেতার নারীদের নিয়ে এক বিদ্রুপাত্মক বক্তব্য এ আন্দোলনকে আরও উসকে দেয়।
আজকের বাজার : এলকে/এলকে ২৭ সেপ্টেম্বর ২০১৭