অবশেষে পদত্যাগ করলেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা

ছবি ইন্টারনেট

অবশেষে দলের চাপে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেন জ্যাকব জুমা। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে পদত্যাগের ঘোষণা দেন ৭৫ বছর বয়সী এই রাজনীতিক।

এক বিবৃতিতে জুমা জানান, ক্ষমতাসীন এএনসি’র চাপের মুখে সরে দাঁড়ালেও দলীয় সিদ্ধান্তের সাথে একমত নন তিনি।

তিনি বলেন, তার প্রেসিডেন্ট পদে থাকা নিয়ে এএনসি’র মধ্যে বিভাজন আর সহিংসতা দেখা দেয়ায় পদত্যাগ করেছেন তিনি।

বুধবারই দলের সভাপতি সিরিল রামাফোসা শর্ত দেন, ৩ থেকে ৬ মাসের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে জ্যাকব জুমাকে। তা না হলে পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে।

২০০৮ সালে তৎকালীন সরকার প্রধানকে উৎখাতের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় এসেছিলেন জ্যাকব জুমা। তার ১০ বছরের শাসনে উঠেছে সংবিধান লঙ্ঘন, ব্যক্তি স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার আর সরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে লুটপাটের মতো অভিযোগ।

আজকের বাজার : আরএম/১৫ ফেব্রুয়ারি ২০১৮