অবশেষে বিপিএলে ভাড়া করা দর্শক

এবারের বিপিএলের ঢাকা পর্বে প্রথম থেকেই গ্যালারি দেখা যায় প্রায় ফাকা। দর্শক পাওয়াই যায় না স্টেডিয়ামে। সেখানে উলটো চিত্র দেখা গিয়েছিলো সিলেট স্টেডিয়ামে। টিকেটের জন্য মারামারি পর্যন্ত করেছিলো আমজনতা। আর এবার গ্যালারি খালি দেখে এক অদ্ভুত কান্ড ঘটালো বিপিএলের দল ঢাকা ডাইনামাইটস।

গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয় খুলনা টাইটান্স এ ম্যাচেও প্রায় দর্শক শূন্য ছিলো গ্যালারি। পরে ঢাকা জেলার দোহার থেকে ঢাকা ডায়নামাইটসের পক্ষে ৫০টি গাড়িতে প্রায় ২০০০ হাজার দর্শক ছিলো যার টিকেট ছিলো সৌজন্য মূলক ঢাকা ডায়নামাইটসের পক্ষ থেকে।

অবশ্য এমনটা জানতে চাওয়া হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্মকর্তা জানান, অপেক্ষামূলকভাবে এবারের টিকেটের দাম একটি বেশি হওয়াতে খেলা দেখতে ইচ্ছে নেই ঢাকা বাসিন্দাদের।প্রসঙ্গত, ঢাকা পর্বের টিকিট মূল্য: পূর্ব গ্যালারি ২০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৩০০, ভিআইপি ৫০০ এবং ক্লাব হাউস ৫০০০ টাকায় পাওয়া যাবে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২০০০ টাকা।
আজকের বাজার: সালি / ১৬ নভেম্বর ২০১৭