‘লেট মি লাভ ইউ’ গান খ্যাত পপস্টার জাস্টিন বিবার এবার তার জীবনের ভালোবাসা ও তার স্ত্রী এবং বিয়ের কথা স্বীকার করলেন।
‘আমার স্ত্রী সত্যিই দারুণ’, হেইলির সঙ্গে ছবি দিয়ে ক্যাপসনে লিখেছেন জাস্টিন। যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এমন একটি ছবি প্রকাশ করে তার এবং স্ত্রী হইলি বাল্ডুইনের বিয়ের খবর স্বীকার করলেন তিনি।
এনডিটিভি জানায়, জুলাই মাসে এই দম্পতির হাতে হাত রেখে ঘুরে বেড়ানোর ছবিটা ইন্টারনেটে শেয়ার হওয়ার পর তাদের এনগেজমেন্টর খবর আমরা পেয়েছিলাম। হেইলির হাতের বড় আংটিটা দেখে ইন্টারনেটে কমবেশি সকলেই অনেক অবাক এবং আপ্লুত। নিজেদের সম্পর্কের কথা ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করার কয়েক মাসের মধ্যেই ওই দম্পতিকে লস অ্যাঞ্জেলসে ম্যারেজ রেজিস্টারের অফিসের বাইরে দেখা যায়। সে সময় বিয়ে নিয়ে তাঁরা কেউই মুখ খোলেননি।
এই জুটি বাহামাসের একটা রিসোর্টে ডিনার করতে গেলে সেখানে জাস্টিন তার প্রেমিকা হেইলিকে বিয়ের প্রস্তাব দেন এবং তার তিনদিন পর তাঁরা নিজেদের এনগেজমেন্টের আনুষ্ঠানিক ঘোষণা করেন।
একটা বড় পোস্ট করে জাস্টিন লেখেন তিনি হেইলিকে কতটা ভালবাসেন এবং সব সময় তিনি হেইলিকে সব কিছুর আগে গুরুত্ব দেবেন।
আজকের বাজার/এমএইচ