অবশেষে মারা গেলেন বিশ্বের বয়স্ক ব্যক্তি

অবশেষে  ১১৭ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তাজিমা।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় মারা যান  জাপানের এই বৃদ্ধা। গত জানুয়ারি থেকে তিনি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তাজিমার জন্ম ১৯০০ সালের ৪ আগস্ট।

তার ঘরে সাত ছেলে, দুই মেয়ে রয়েছে। তাঁদের রয়েছে নাতি-পুতিসহ ১৬০ সদস্য। গত বছর সেপ্টেম্বরে জ্যামাইকার ভায়োলেট ব্রাউনের মৃত্যুর পর নাবি তাজিমা সবচেয়ে বেশি বয়সী নারীর স্বীকৃতি পান।

আজকের বাজার/আরজেড