অবশেষে শুভশ্রী ও রাজ চক্রবর্তীর বিয়ে

অবশেষে বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ও পরিচালক রাজ চক্রবর্তী। মঙ্গলবার রাতে তারা আংটি বদল করেছেন। একই সঙ্গে রেজিস্ট্রিও হয়েছে তাদের।

নিজেদের নতুন জীবনে প্রবেশের কথা একইসঙ্গে জানিয়েছেন এই নবদম্পতি। টুইটারে নিজেদের আংটি বদলের ছবি পোস্ট করেছেন রাজ ও শুভশ্রী।

টুইটে রাজ লিখেছেন, ‘সব মতোভেদের পর আজ আমরা একে অপরকে বেছে নিলাম, জীবনের বাকিটা পথ একসঙ্গে হাঁটবো বলেই। সবার আশীর্বাদ এবং ভালোবাসা কামনা করি।’

শুভশ্রী লিখেছেন, ‘আমি আমার প্রেমগাথাকে ভালোবাসি। জানি এটা খুব অগোছালো, কিন্তু এটাই সেই গল্প যা আমাদের এক করলো।’

শুভশ্রীর আগে কলকাতার আরেক জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল রাজের। তবে একটা সময় সেই সম্পর্ক ভেঙে যায়। অবশেষে রাজের প্রেমিকা হিসেবে আবির্ভূত হন শুভশ্রী।