অবশেষে মোয়াল্লেম ফি নিয়ে জটিলতায় পড়া ১৮ হাজার হজযাত্রীর সংকট কেটেছে।
শনিবার ২৯ জুলাই মধ্যরাতে সৌদি হজ অফিস এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে সংকট সমাধানে ৯১ ট্রাভেল এজেন্সির প্রতিনিধি, বাংলাদেশ থেকে আগত কর্মকর্তাগণ এবং হাবের নেতারা আলোচনায় বসেন।
আলোচনায় ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন ও কাউন্সিলর হজ মাকসুদুর রহমান এবং কন্সাল হজ জহিরুল ইসলাম।
আলোচনার সিদ্ধান্ত মতে, মোয়াল্লেম ফি বর্তমানে ১৫০০ রিয়ালের কোটায় সব যাত্রীকে হজ করার সুযোগ করে দিবে। হজ অফিস থেকে তাদেরকে মোয়াল্লেম ফি দুইভাগে পরিশোধ করার সুযোগ দিচ্ছে। ১০০০ রিয়াল দিয়েই নিবন্ধন করে বাকি ৫০০ রিয়াল দিতে হবে এক মাসে।
এই নিয়মে সবাই নিবন্ধন শেষ করেছেন বলে জানিয়েছেন কনসাল হজ জহিরুল ইসলাম। ফলে ১৮ হাজার যাত্রীর হজে আসতে আর কোনো বাঁধা নেই।
আজকের বাজার: আরআর/ ৩০ জুলাই ২০১৭