বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এ পি এম সুহেলকে অবশেষে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুলাই) সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টিনিশ্চিত করেছেন।
এর আগে বুধবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে চামেলীবাগের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তারের বাসা থেকে ডিবি পরিচয়ে সুহেলকে তুলে নিয়ে যাওয়া হয়।
কোন মামলায় সুহেলকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে ডিসি মাসুদুর বলেন, ‘আমি এখন পর্যন্ত জানি না কোন মামলায় গ্রেফতার হয়েছে। জানা মাত্রই সাংবাদিকদের বিষয়টি জানিয়ে দেয়া হবে।’
গত ২৩ মে বিকেলে বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয়ের পাশে থাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুহেলের ওপর হামলা হয়।
এদিকে সাবেক ছাত্র ইউনিয়ন নেত্রী লাকী গণমাধ্যমকে বলেন, ‘১০ জনের মতো সাদা পোশকধারী ঘরে ঢুকেই পুরো বাসায় তল্লাশি চালান। এ সময় আমাদের মুঠোফোনগুলো জব্দ করেন। সেগুলো ঘেঁটে দেখেন। ল্যাপটপগুলোও ঘেঁটে দেখেন। তারপর দেড় ঘণ্টা ধরে আলাদা রুমে হাতকড়া পরিয়ে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে সুহেলকে নিয়ে চলে যান। জানতে চাইলে বলা হয়- কোটা আন্দোলনের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই সুহেলকে নিয়ে যাওয়া হচ্ছে।’
আরএম/