স্প্যানিশ সুপার কাপে এল ক্লাসিকোর প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-১ গোলে হারানোর পর দু:সংবাদ এলো রিয়াল মাদ্রিদের জন্য। দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিষিদ্ধ হলেন পাঁচ ম্যাচের জন্য।
ঐ ম্যাচে লাল কার্ড পাওয়া এবং রেফারিকে ধাক্কা দেওয়ার অপরাধে তাকে পাঁচ ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। শুধু তা-ই নয়, চারবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে দু’হাজার ৭০০ পাউন্ড অর্থাৎ দু’লাখ ৮৩ হাজার পাঁচশ’ টাকা জরিমানাও করা হয়। এ তথ্য লন্ডনের ইংরেজী দৈনিক দ্যা মেইলের। রোববার রাতে ন্যু ক্যাম্পে, বার্সেলোনার বিপরে ম্যাচের ৮০ মিনিটে গোল করে জার্সি খুলে উদযাপন করেন সিআরসেভেন।
তাতে হলুদ কার্ড দেখানো হয় রিয়াল মাদ্রিদ সুপারস্টারকে। পরে দ্বিতীয় হলুদ কার্ড পেলে রেফারি, রোনালদোকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন। রেফারির সঙ্গে দ্বিমত পোষণ করে তার পিঠে ধাক্কা দেন রোনালদো। আর এই অসদাচরণের জন্য তার ওপর নেমে এলো নিষেধাজ্ঞা।
আজকের বাজার: সালি / ১৪ আগস্ট ২০১৭