গুজব ছড়ালেও ভারতীয় উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির শিগগিরই অবসর নেয়ার ভাবনা নেই বলে জানিয়েছেন তার দীর্ঘ দিনের বন্ধু ও ব্যবসায়ীক অংশীদার অরুণ পান্ডে।
পান্ডের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান টাইমসের শুক্রবারের এক রিপোর্টে বলা হয়, ‘এখনই তার অবসরের কোনো ভাবনা নেই। তার মতো একজন গ্রেট খেলোয়াড়ের ভবিষ্যত নিয়ে এমন গুজব ছড়িয়ে পড়া দুর্ভাগ্যজনক।’
সদ্য সমাপ্ত আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারত প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পরই ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয় ক্রিকেট বিশ্বে।
আজকের বাজার/লুৎফর রহমান