অবসরের পর কী করবেন? দুবাই স্পোর্টস কনফারেন্সে প্রশ্নটি করা হয়েছিল পর্তুগিজ রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ফুটবলের স্টাইল আইকন সিআর সেভেন জানিয়ে দিয়েছেন, তিনি সিনেমার জগতে নিজেকে পরখ করতে চান। হতে চান অভিনেতা। তবে তার আগে পড়াশোনাও করে নিতে চান।
অবসরের পর রোনালদো কী করবেন এই প্রশ্নে পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ীর মন্তব্য, ‘খেলা ছাড়ার পর আমি পড়াশোনা শুরু করতে চাই। আমি পড়াশোনার দিকে যথেষ্ট নজর দিই। কারণ, দুর্ভাগ্যবশত আমি যতটা পড়াশোনা করেছি তাতে মনের মধ্যে আসা সব প্রশ্নের উত্তর দিতে পারি না। তাই আরও পড়াশোনা করতে চাই।’
পড়াশোনার সঙ্গেই রোনালদো তুলে ধরেন সিনেমার প্রসঙ্গ। বলেন, ‘আর একটা ব্যাপার আমাকে খুব টানে। সিনেমায় অভিনয়। আমি সেটাও করে দেখতে চাই।’
তবে সিনেমার পর্দায় সিআর সেভেনকে দেখতে যে এখনো বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে তা স্পষ্ট করে দিয়েছেন জুভেন্তাস তারকা। অবসর কবে নেবেন? এই প্রশ্নের জবাবে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, সেটা তাড়াতাড়ি হচ্ছে না। রোনালদোর কথায়, ‘আমার ক্যারিয়ারে কখনো খারাপ মৌসুম যায়নি। কারণ, আমি সব সময়েই চ্যালেঞ্জের সামনে পড়তে ভালোবাসি। আমি সব সময়েই জেতার জন্য খেলি। যে মুহূর্তে দেখব, আমার শরীর ঠিকভাবে সাড়া দিচ্ছে না, তখনই আমি সিদ্ধান্ত নেব খেলা ছেড়ে দেওয়ার।’
রোনালদোর সংযোজন, ‘অনেক বছর আগে ফুটবল থেকে অবসরের বয়স ছিল ৩০-৩২। এখন দেখতে পাবেন অনেক ফুটবলার ৪০ পর্যন্ত খেলা চালিয়ে যাচ্ছে।’
আজকের বাজার/আরিফ