আন্তর্জাতিক মঞ্চে অজন্তা মেন্ডিস আত্মপ্রকাশ করেছিলেন রহস্য স্পিনার হিসেবে। প্রথম কয়েক বছর তাঁর স্পিনের জালে আটকে গিয়েছিলেন বিশ্বের অনেক বড় বড় ব্যাটসম্যানই।
সেই রহস্য স্পিনার মেন্ডিস, ৩৪ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন। বুধবার তিনি এই সিদ্ধান্ত নেন।
‘ক্যারম বল’-এর জন্য বিখ্যাত মেন্ডিস ১৯ টেস্টে ৭০ উইকেট নিয়েছিলেন। ৮৭ ওয়ান ডে-তে শ্রীলঙ্কার এই স্পিনারের উইকেট ১৫২। ৩৯ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছিলেন ৬৬ উইকেট। বিশ্বজুড়ে ব্যাটসম্যানদের দুঃস্বপ্নের কারণও হয়ে উঠেছিলেন এক সময়ে। কিন্তু তার পর ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন। বলা হয়, মেন্ডিসের রহস্য ভেদ করে ফেলেছেন ব্যাটসম্যানরা। কেউ কেউ অবশ্য মনে করেন, চোট-আঘাতও সমস্যায় ফেলে দিয়েছিল এই স্পিনারকে।
আজকের বাজার/লুৎফর রহমান