অবসর নিলেন দিয়েগো ফরলেন

আর মাঠ কাঁপাতে দেখা যাবে না দিয়েগো ফরলানকে। পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন উরুগুয়ের এই স্ট্রাইকার। ক্লাব ফুটবলে শেষবার মাঠে নেমেছিলেন হংকংয়ের কিটচি ক্লাবের জার্সি গায়ে গত বছর মে মাসে।

আর্জেন্টিনার ইন্ডিপেন্ডিয়েন্টে ক্লাবে পেশাদার ফুটবলজীবন শুরু করেছিলেন ফরলান। ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ইন্ডিপেন্ডিয়েন্টে ক্লাবে কাটানোর পর যোগ দেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। ২০০২–০৩ মরশুমে ম্যাঞ্চেস্টারের জার্সি গায়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতেন। চ্যাম্পিয়ন হল এফএ কাপেও। ম্যাঞ্চেস্টারের জার্সি গায়ে ৬৩ ম্যাচে করেন ১০ গোল। ২০০৪–এ যোগ দেন ভিল্লারিয়েলে। ২০০৭ পর্যন্ত ভিল্লারিয়েলের জার্সি গায়ে ১০৬ ম্যাচে করেছিলেন ৫৪ গোল। তবে ক্লাব ফুটবলে বেশি সাফল্য পেয়েছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি গায়ে। ২০০৭ থেকে ২০১১, এই ৪ বছরে ১৩৪ ম্যাচে করেছিলেন ৭৪ গোল। ২০০৯–১০ মরশুমে ক্লাবকে ইউরোপা লিগ জিততে সাহায্যও করেন। ইন্টার মিলানের জার্সি গায়েও এক মরশুম খেলেছিলেন ফরলান। ইন্ডিয়ান সুপার লিগেও তিনি মাঠে নেমেছিলেন মুম্বই সিটি এফ সি–র হয়ে। ১১ ম্যাচে করেছিলেন ৫ গোল। ক্লাব ফুটবলে ৫২৫ ম্যাচে ২২২ গোলের মালিক ফরলান।

আজকের বাজার/লুৎফর রহমান