অবসর ভাতায় কর মওকুফ

সরকারি চাকরিজীবীদের অবসর গ্রহণের সময় বেতন ভাতাসহ অন্যান্য সুবিধাদির ওপর আয়কর অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২২ জুন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারিদের মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস যে নামেই অভিহিত হোক না কেন অবসরকালে লাম্প গ্র্যান্টসহ অন্যান্য ভাতা ও সুবিধাদি আয়কর অব্যাহতি প্রদান করা হয়েছে।

১ জুলাই থেকে এ আইন কার্যকর হবে।

আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুন ২০১৭