‘অবাধ ও উদার ইন্দো-প্যাসিফিক’ ভিশন নিয়ে ট্রাম্প ও জাপানের নতুন প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগার সঙ্গে কথা বলেছেন। দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানাতে তিনি কথা বলেন।

এ সময় তারা একটি ‘অবাধ ও উদার ইন্দো-প্যাসিফিক’ অঞ্চলের ভিশন নিয়ে আলোচনা করেন। এ অঞ্চলে চীনের প্রাধান্য ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। খবর এএফপি’র।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘এ দুই নেতা আমাদের একটি অবাধ ও উদার ইন্দো-প্যাসিফিক ভিশনে অংশগ্রহণ অনুসরণ, অব্যাহত ভাবে যুক্তরাষ্ট্র-জাপান জোটকে শক্তিশালী এবং বিশ্ব অর্থনীতি জোরদারে একত্রে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।।’

কেননা, দক্ষিণ চীন সাগরে দ্বীপপুঞ্জ মালিকানা প্রশ্নে জাপান ও ভিয়েতনামসহ প্রতিবেশি বিভিন্ন দেশের সাথে দীর্ঘদিন ধরে চীনের বিরোধ চলছে।