কে বলে উইকেটে কিপার হিসেবে অসাধারণ নন মুশফিকুর রহিম? মোস্তাফিজের বলে অবিশ্বাস্য একটি ক্যাচ ধরে সমালোচনার জবাব দিলেন মুশফিক। বাট হাতে করেছেন ৬৬। এবার উইকেটের পিছনেও দুর্দান্ত মুশফিক।
লাঞ্চের মিনিট ৩০ আগে ৩০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নামে অজিরা। প্রথম ওভার বল করেন মিরাজ। এ ওভারে তিনি দেন ৪ রান। অন্য প্রান্তে বল করতে আসেন মোস্তাফিজুর রহমান, ঢাকা টেস্টে যিনি উইকেটশূন্য ছিলেন।
প্রথম বলে রান নিতে পারেননি ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় বলে এক রান নিয়ে স্ট্রাইক দেন রেনশকে। তৃতীয় বলটি অফ স্ট্যাম্পের একটু বাইরে করেন মোস্তাফিজ। বলটা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন রেশন। তবে ক্যাচটা খুবই কঠিন ছিল মুশফিকের জন্য। তবে মুহূর্তের মধ্যে ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বলে এক হাতে অবিশ্বাস্য ক্যাচটি লুফে নেন তিনি।
মুশফিকের দারুণ তৎপরতায় স্বস্তি আসে বাংলাদেশ শিবিরে। উইকেটের স্বাদ নিয়ে লাঞ্চে যায় টাইগাররা। ১ উইকেটে ১৫ রান অজিদের। এর আগে প্রথম ইনিংসে ৩০৫ রানে অলআউট হয় বাংলাদেশ।
আজকের বাজার:এলকে/এলকে/৫ সেপ্টেম্বর ২০১৭