সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুর দিয়ে প্রবেশকালে এক দালালসহ ১৮ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সকালে উপজেলার জলুলী বিওপির সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, ভোরে জলুলী বিওপির সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক দালালসহ ১৮ জনকে আটক করা হয়।
আজকের বাজার/লুৎফর রহমান