ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে শনিবার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, সকাল পৌনে ৭টার দিকে কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/৯-আর থেকে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার সোনাগাড়ী পাকা রাস্তার ওপর বাস তল্লাশি করে তাদের আটক করে। আটকদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচজন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন। জিজ্ঞাসাবাদে আটকরা দাবি করেন, তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে গিয়েছিলেন।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ১২ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, নভেম্বর মাসে ভারত থেকে বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ২৬০ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান