অবৈধভাবে চাল মজুতদারদের গ্রেপ্তার করতে জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
১৭ সেপ্টেম্বর রোববার সচিবালয়ে নিজ দপ্তরে অটোরাইস মিল অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানান। বৈঠকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সারাদেশে চালকলগুলোতে অভিযানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে চালের অবৈধ মজুত পেলে ওই চালকল মালিককে গ্রেপ্তার করতে হবে।
তিনি বলেন, নওগাঁয় বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণের চাল পাওয়া গেছে। ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর কুষ্টিয়ায় আব্দুর রশিদের আরেকটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চাল উদ্ধার করা হয়।
এসময় বাণিজ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক লায়েক আলী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সরকারকে বেকায়দায় ফেলতে তারা ষড়যন্ত্র করছেন।তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছেও বলেও জানান তিনি।
আজকের বাজার : এলকে/এলকে ১৭ সেপ্টেম্বর ২০১৭