অবৈধ প্রবেশকারীর সন্তানদের আলাদা রাখবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশকারীর সন্তানদের মা- বাবা থেকে আলাদ করে রাখবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এসময় তার সাথে ছিলেন দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক টমাস হোম্যান।

তিনি জানান, অবৈধভাবে প্রবেশকারী বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের আলাদা করার নীতিটি যুক্তরাষ্ট্রে নতুন নয়। যেসব প্রক্রিয়া এরই মধ্যে চালু রয়েছে সরকার সেগুলোকে আরেকটু বিস্তৃত করছে।

এর আগে এপ্রিলে অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশকারীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছিলেন।

আরজেড/