অবৈধ মোবাইল বন্ধ হবে কাল থেকে

blogger hipster using in hands gadget mobile phone, woman texting message on blank screen smartphone, texting message, mockup online wifi internet concept, hipster waiting on station platform on background train

মোবাইল সেটের বৈধ কাগজপত্র না থাকলে বা সেটটি বৈধ না হলে আগামীকাল ১ অক্টোবর থেকে সংক্রিয়ভাবে সেটি অচল হয়ে যাবে। তবে বৈধ কাগজপত্র থাকলে তা দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ দেবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১ জুলাই থেকে তিনমাসের জন্য পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার-এনইআইআর চালু হয়েছে। ৩০ সেপ্টেম্বর সেই সময় শেষ হচ্ছে। পহেলা অক্টোবর থেকে কোনোভাবেই আর অবৈধ বা নকল সেট ব্যবহার করা যাবে না। এ সময়ের মধ্যে যে সেটগুলো ব্যবহার হয়েছে সেগুলো সার্ভারে সংযুক্ত হয়ে যাবে। নতুন যেসব সেট যুক্ত হবে সেগুলো অবশ্যই বৈধ সেট হতে হবে। জানা গেছে, মোবাইলে সিম প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে আসবে। সেট অবৈধ হলে যেকোনো সময় বন্ধের সতর্কতা দিয়ে বার্তা আসবে। তথ্য-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান