অবৈধ শিক্ষার্থীরা হলে থাকতে পারবে না: শাবিপ্রবি ভিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দিতে প্রস্তুত আছি। হলে সংস্কার, উন্নয়নমূলক নানা কার্যক্রম প্রায় শেষের দিকে। তবে শিক্ষার্থীদের আবাসিক হলে উঠতে বৈধতা থাকতে হবে। কোনো অবৈধ শিক্ষার্থী আবাসিক হলে থাকতে পারবে না। পাশাপাশি শিক্ষার্থীদের দুই ডোজ টিকা দিতে হবে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আরো বলেন, বিশ্ববিদ্যালয় খুললে শিক্ষার্থীদের টিকা দিয়ে বা টিকার রেজিস্ট্রেশন করে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। যারা এখনো রেজিস্ট্রেশন করেনি তাদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করার নির্দেশ দেয়া হয়েছে। যাদের এনআইডি নেই তাদের জন্মসনদ দিয়ে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হবে। রেজিস্ট্রেশন ছাড়া কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। তথ্য-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান