বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেছেন, সব মন্ত্রণালয়ের অংশগ্রহণে সরকারি অব্যবহৃত জমি ও প্রতিষ্ঠান সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হবে। যাতে করে সরকারি শিল্প প্রতিষ্ঠান ও ইহার অব্যবহৃত জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়।
আজ মঙ্গলবার,৯ মে দুপুরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে এ সংক্রান্ত এক সভা শেষে তিনি এসব কথা বলেন। কাজী আমিনুল ইসলাম বলেন, আমরা যে নীতিমালাটি করতে চাই সেটা নিয়ে বিস্তারিত আলোচনার অংশ হিসেবে আজকের সভা। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নীতিমালার ওপর মতামত চেয়েছি। সেই মতামত নিয়ে আলোচনা করেছি।
“আমরা সবাইকে প্রাধান্য দিতে চাই।সবার অংশগ্রহণে এই নীতিমালা চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে ১৫টি প্রতিষ্ঠান জরিপ করা হয়েছে। তাতে ১০০ একরের বেশি জমি উদ্বৃত্ত পাওয়া গেছে। আরও জরিপ করা হবে।”
বেসরকারিখাতে দেশি বিদেশি বিনিয়োগে উৎসাহ প্রদান, শিল্প স্থাপনে প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও সহায়তা প্রদান, সরকারি শিল্প প্রতিষ্ঠান ও তার অব্যবহৃত জমি বা স্থাপনা অধিকতর উপযোগীকরণের বিষয়টি বিডা আইনের ধারা ২৩(১) বলা হয়েছে। এর আলোকে সরকারি অব্যবহৃত জমি ও প্রতিষ্ঠান সংক্রান্ত নীতিমালা চূড়ান্তকরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মতামত চাওয়া হয়।
বিডার জরিপে দেখা গেছে, বিভিন্ন মন্ত্রণালয়ের ১৫টি প্রতিষ্ঠানের ৩৬৪.২২ একর জমি পাওয়া গেছে।তার মধ্যে ১১০.৯৩ একর জমি উদ্বৃত্ত রয়েছে। এর মধ্যে ২টি প্রতিষ্ঠান চালু রয়েছে, ১৩টি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাভুক্ত ৫টি, শ্লিল্প মন্ত্রণালয়ের ৬টি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ৩টি, বাণিজ্যমন্ত্রণালয়ের ১টি প্রতিষ্ঠান রয়েছে। তবে ২০১৩ সালের জুলাই মাসে প্রাথমিক জরিপে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ৩৯টি প্রতিষ্ঠানের ১৫১৬.৭৪ একর জমি উদ্বৃত্ত রয়েছে।
এই ৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল মিল করপোরেশনের আওতাধীন (বিটিএমসি) ১৪টি, পাটকল করপোরেশনের ১টি, খাদ্য ও চিনি শিল্প করপোরেশনের ১০টি, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের ৪টি, বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশনের ৯টি, বাংলাদেশ রেশন শিল্প করপোরেশনের ১টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বন্ধ রয়েছে ১৮টি প্রতিষ্ঠান, চালু রয়েছে ১৮টি এবং আংশিকভাবে চালু রয়েছে ৩টি প্রতিষ্ঠান।
সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আজকের বাজার:এলকে/এলকে/ ৯ মে ২০১৭