অভাবী মানুষের হাহাকার বেড়েই চলেছে

করোনায় বেড়েই চলেছে অভাবী মানুষের হাহাকার। একদিকে কর্মহীন দিনযাপন। অপরদিকে কাজের জন্য বের হওয়া নিষেধ। আয় উপার্জনহীন খেটে খাওয়া মানুষেরা বিক্ষোভ করেছেন আজও। এসব হাহাকারের মধ্যেও আছে গরীবের চালচুরির ঘটনা।

করোনা আতঙ্ক যতই ছড়াক, বাঁচার আকুতির কাছে তা যেন গুরুত্বহীন খাবারের দাবিতে অভাবী মানুষের এই বিক্ষোভ দিচ্ছে কী সেই বার্তাই?

খুলনার রুপসা উপজেলার পূর্ব রুপসা বাসস্ট্যান্ডে বিক্ষোভ করেন খেটে খাওয়া অসংখ্য মানুষ। জানান, ঘরে থাকলেও তাদের কাছে পৌঁছেনি ত্রাণ বা খাদ্য সামগ্রী।

একই চিত্র দেখা গেছে রংপুরে। নগরীর প্রধান সড়ক অবরোধ করে লালবাগ রেলওয়ে বস্তি হাজারো মানুষ। ত্রাণ না পেয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা ঘেরাও করেন হতদরিদ্র মানুষ।

এই হাহাকারের মাঝেও থেমে নেই চাল আত্মসাতের ঘটনাও। গাইবান্ধার সাঘাটায় খাদ্যবান্ধব চাল চুরি করে বিক্রির সময় মজদার রহমান নামে এক ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় প্রায় ৫শ কেজি জব্দ করা হয়।

কুড়িগ্রামের উলিপুরে ৮৭ কেজি চালসহ আটক মঈফুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। নড়াইলে টিসিবির ৪২ বস্তা মালামাল বেঁচে দেয়ার অভিযোগে ডিলারসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আর পাবনার ঢালারচরে ২২৯ বস্তা ত্রাণের চালসহ আটক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ্ওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।