বিজ্ঞান মনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলার অন্যতম আসামি সোহেলকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব, ওরফে সাজিদ, ওরফে শাহাদ (৩৪)।
গতকাল ৫ নভেম্বর রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী।
জানা গেছে, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন এলাকায় অভিজিৎকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তার স্ত্রী গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল আবু সিদ্দিক সোহেল। সেসময় সিসিটিভি ফুটেজ দেখে যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছিল, সে তাদের মধ্যে একজন। ইতোমধ্যে গ্রেপ্তারকৃত সোহেলকে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
সিটিটিসির এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব ওরফে সাজিদ অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা ও সামরিক কমান্ডার মেজর জিয়ার নির্দেশে সে অভিজিৎ হত্যায় অংশ নিয়েছিল বলে জানিয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে ৬ নভেম্বর ২০১৭