অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে পাপুয়া নিউ গিনি।
২০২১ সালে প্রথমবারের মতো বিশ^কাপে খেলেছিলো পাপুয়া নিউ গিনি। প্রথম আসরের ১০জন খেলোয়াড়কে এবারের বিশ^কাপের দলে রেখেছে তারা। দ্বিতীয়বারের মত বিশ^কাপ মঞ্চে পাপুয়া নিউ গিনিকে নেতৃত্ব দিবেন আসাদ ভালা। তার ডেপুটি হিসেবে আছেন লেগ স্পিন অলরাউন্ডার সিজে আমিনি।
এবার বিশ^কাপের মূল দলে জায়গা করে নিয়েছেন ২০২১ সালের বিশ^কাপে রিজার্ভ তালিকায় থাকা জ্যাক গার্ডনার।
মালয়েশিয়া ও ওমান সফরে দারুন পারফরমেন্সের সুবাদে বিশ^কাপ দলে সুযোগ পেয়েছেন পেসার চাঁদ সোপার। দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ২০ বছর বয়সী স্পিনার জন কারিকো। দলের কোচ হিসেবে থাকছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক তাতেন্ডা তাইবু।
পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাছাই পর্ব জিতে দ্বিতীয়বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পাপুয়া নিউ গিনি।
বিশ^কাপে গ্রুপ ‘সি’তে পাপুয়া নিউ গিনির প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উগান্ডা। ২ জুন গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ অভিযান শুরু করবে পাপুয়া নিউ গিনি।
পাপুয়া নিউ গিনি দল : আসাদ ভালা (অধিনায়ক), সিজে আমিনি, অ্যালেই নাও, চাঁদ সোপার, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক গার্ডনার, জন কারিকো, কাবুয়া ভাগি মোরেয়া, কিপলিং দরিগা, লেগা সিয়াকা, নরমান ভানুয়া, সেমা কামেয়া, সেসে বাউ, টনি উরা। (বাসস)