টানা চতুর্থবারের মত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হওয়া কাজী মোঃ সালাউদ্দিন ভাসছেন অভিনন্দনের জোয়ারে। পাশাপাশি মিডিয়া হাউজে মিস্টি বিতরনের মাধ্যমে বিজয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি। সালাউদ্দিনের পক্ষ থেকে আজ বিভিন্ন মিডিয়া হাইজে পাঠানো হয়েছে মিস্টি।
দেশের গণমাধ্যমগুলোও নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রশংসায় ভাসিয়েছেন সাবেক কিংবদন্তী ফুটবলার সালাউদ্দিনকে।
এদিকে দেশ ও বিদেশের বিভিন্ন ফুটবল ফেডারেশন ও সংস্থা সালাহউদ্দিনকে অভিনন্দন জানিয়ে আলাদা আলাদা অভিনন্দন পত্র পাঠিয়েছে।
জাপান ফুটবল এসোসিয়েশনের সভাপতি কোজো তাশিমা, কাতার ফুটবল এসোসিয়েশনের সভাপতি হামাদ বিন খলিফা বিন আহমেদ আল থানি, অল নেপাল ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেরিং রিটার শেরপা, ভুটান ফুটবল ফেডারেশনের সভাপতি দাশো উগেন সেচুপ দর্জি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও মহা পুলিশ পরিদর্শক বেনজির আহমেদ, বিপিএম (বার) আলাদা আলাদা পত্রের মাধ্যমে চতুর্থবারের মত নির্বাচিত বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনকে অভিনন্দন জানান।