রাজ-মিমির প্রেম নিয়ে এই কিছুদিন আগে পর্যন্তও তুমুল চর্চা চলেছে টলি পাড়ায়। রাজ-শুভশ্রী-মিমি এই ত্রিকোণ নিয়েই মূলত আবর্তিত হয়েছে পেজ থ্রি-র বিষয় বস্তু। কিন্তু সব গুঞ্জন থামিয়ে মঙ্গলবারই রাজ কাহিনীতে ‘সরকারি’ সিলমোহর পড়েছে।
টুইট করে তাদের মিলনের কথা জানিয়ে দিয়েছেন রাজ ও শুভশ্রী দু’জনেই। আর তখন থেকেই চড়ছিল অন্য একটি জল্পনার পারদ। রাজ-শুভশ্রীর এই মিলনকে কীভাবে গ্রহণ করবেন মিমি চক্রবর্তী?
বুধবার রাতে রাজ-শুভশ্রী যখন টুইটারে তাদের এক সঙ্গে চলার কাথা জানাচ্ছেন, ঠিক তখনই লাল গাউনের মিমিকেও টুইটারে দেখা যায়। রূপসী মিমির এমন লুকের তারিফও এসেছে টুইটার জনতার কাছ থেকে। কিন্তু তখনও প্রাক্তনের বিয়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি মিমি।
এর একটু পরেই শুভশ্রীর টুইটটি রিটুইটট করেন মিমি। সঙ্গে লেখেন, ‘অভিনন্দন…সুখী জীবন দীর্ঘ হোক’ এবং এরপরই একটি হাসি মুখের ইমোজি দিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ, রাজের টুইট না নিয়ে শুভশ্রীর টুইট রিটুইট করেছেন মিমি এবং তার সঙ্গে এই স্বল্প শুভেচ্ছাবার্তা নিঃসন্দেহে ‘গভীর’ বলে মনে করছে টলি পাড়ার একাংশ।
আজকেরবাজার/এসকে