গতানুগতিকতার বাইরে গিয়ে সম্পূর্ণ অভিনব আয়োজনে ১১তম বর্ষপূর্তি উদযাপন করলো এস.আর ক্যাপিটাল লি.। গত রোববার ০২ জুলাই সকাল ১০ টায় শুরু হয়ে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান চলে রাত সাড়ে ৭ টা পর্যন্ত। প্রতিষ্ঠানটির সিলেট অফিসের ইনচার্জ, সকল এক্সিকিউটিভ, বিভিন্ন প্রতিষ্ঠানের এমডি, চেয়ারম্যান, ব্যাংকার, প্রফেসর, ডাক্তার , ইঞ্জিনিয়ার, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও পাঁচ শতাধিক বিনিয়োগকারীর উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সকাল ১১.৩০ মিনিটে এস.আর ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান কুদরত উল্লাহ ফায়েরের সভাপতিত্বে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির নতুন সভাপতি খন্দকার সিপার আহমদ কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠান পরিচলনা করেন আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানের প্রতিটি স্তরে ছিল নতুনত্বের ছোঁয়া। অতিথিদের উপস্থিতিতে ছিল সম্পূর্ণ স্বাধীনতা। দাওয়াত পত্রে লেখা হয়েছিল, ‘সকাল ১০ টা হইতে রাত ৭ টা পর্যন্ত আপনার সুবিধাজনক যে কোন সময় অফিসে উপস্থিত হয়ে এক কাপ চা খাওয়ার জন্য আমন্ত্রণ। আপনি যদি মনস্থির করে থাকেন আমাদের অনুষ্ঠানে আসবেন তাৎক্ষণিকভাবে একটি ফ্রি র্যাফেল ড্র’র টিকেট আপনার মানিব্যাগে পৌঁছে যাবে।’
এমন বার্তায় অনেকেই অবাক হয়ে তাৎক্ষণিক অভিযান চালান নিজের মানিব্যাগে। কোথাও কোনো র্যাফেল ড্র’র টিকেট না পেয়ে ফোন করেন এসআর কর্তৃপক্ষকে। উত্তরে জানানো হয়, ‘অবশ্যই আপনার মানিব্যাগে আছে। আপনি উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ঐ র্যাফেল ড্র’র টিকেট খুঁজে পাওয়া যাবে।’ অনেকটা ম্যাজিকের মতো অবস্থা। রহস্য সৃষ্টি হয় অতিথিদের মাঝে। এরপর অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে দেখতে পান, কুপন বক্সে লেখা- 'Please Drop Your visiting Card in the box for attractive Raffle Draw'
এদিন পুরোটা সময়ের ভাঁজে ভাঁজে ছিল চমকের ফুলঝুড়ি। এরমধ্যেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আগামি ১২ তম (যুগপূর্তি) অনুষ্ঠান সিলেটের থ্রি স্টার মানের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ, নবীগঞ্জ কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, মোঃ নওয়াব আলী, এনায়েত হাসান মানিক, মোঃ নওয়াব আলী, এনায়েত হাসান মানিক, ও এসআর ক্যাপিটালের পরিচালক- আজহারুল ইসলাম ইয়াহইয়া, জনাব আব্দুল গনি, আতিকুর রহমান খান, মঞ্জুর আহমদ চৌধুরী প্রমুখ।
রাত সাড়ে ৭ টায় শেষ চমক র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এর পুরস্কার বিতরণ করেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আবজাদ হোসেন। উপস্থিতদের চমকে দিয়ে প্রথম পুরস্কার লাভ করেন লংকা বাংলা সিকিউরিটিজ লি.-এর সিলেট অফিস ইনচার্জ মো. শামসুদ্দিন আহমেদ।
আজকের বাজার: আরআর/০৪ জুলাই ২০১৭