পায়ে পরিহিত স্যান্ডেলের ভেতরে অভিনব কায়দায় চট্টগ্রাম থেকে ইয়াবা পাচারকালে নগরীর স্টেশন রোড এলাকা থেকে এহছান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার রাতের এ ঘটনায় আটক এহছান সাতকানিয়া থানার ছদাহ ইউনিয়নের বিল্লাপাড়ার নুর মোহাম্মদ মেম্বার বাড়ির আবুল কালামের ছেলে। সিএমপি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ওই যুবকের পরনে থাকা ফিতা যুক্ত বার্মিজ রাবারের দুই স্যান্ডেল থেকে প্রায় দুই হাজার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের ফুটওভার ব্রিজের দক্ষিণ পার্শ্বের সিড়ির নিচ থেকে ওই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে প্রাথমিকভাবে কোনো ইয়াবা পাওয়া যায়নি। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে তার স্যান্ডেলের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ছোট্ট পলিথিনের ভীতর থেকে (প্রতি স্যান্ডেলে ৯৫০ পিচ করে) ১৯০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে যুবক আরও জানায়, সে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল এবং সাতকানিয়া থেকে সংগ্রহ করা ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকার মিরপুরে অজ্ঞাত এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে যাচ্ছিল। আটক এহছানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানায় পুলিশ। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান