প্রথমবারের মতো দুই বাংলার মুভিতে কাজ করছেন মডেল অভিনেতা আফতাব আহমেদ।
পরিচালক উত্তম আকাশের ‘বয়ফ্রেন্ড’ ছবিতে আফতাবসহ অভিনয় করেছেন ঢাকা অ্যাটাকের ভিলেন তাসকিন ও কলকাতার গুনী অভিনেতারা।
আফতাব আহমেদ বলেন, দুই বাংলার মুভিতে এটা আমার প্রথম কাজের সুবাদে সুযোগ হয়েছে কলকাতার গুনী অভিনেতাদের সাথে। তাদের তুলনায় নিঃসন্দেহে আমি অতি একজন ক্ষুদ্র অভিনেতা।উনাদের থেকে এখনো অনেক কিছু শেখার আছে। দোয়া,ভালোবাসায় এগিয়ে যেতে চাই ভবিষ্যৎ এর লক্ষ্যে।ভালো কিছু উপহার দিতে চাই এ দেশকে।
আজকের বাজার/আরআইএস